চলছে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ। বুধবার নেপালকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ভারত। উপরি পাওনা হিসেবে গ্রুপ ‘এ’-র শীর্ষস্থানও পাকা করে ফেলল তারা। দলের একমাত্র গোলদাতা মহম্মদ আরবাস। ভুটানের থিম্পুতে হওয়া এই ম্যাচে ড্র করলেই শীর্ষে চলে যেত ভারত। এ দিনের ম্যাচে তাই শুরু থেকে সতর্ক ভাবে শুরু করে তারা। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে ধীরে ধীরে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে ভারত। ডান দিকের উইং থেকে বারবার আক্রমণ শানিয়ে যান বিশাল যাদব। ১৫ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসে গিয়েছিল ভারতের সামনে। কিন্তু ডান দিক থেকে নেপালের পেনাল্টি বক্সের মধ্যে ঢুকলেও গোল করতে পারেননি উশম সিংহ।
এরপর ম্যাচের ৩৩ মিনিটে ডান প্রান্ত থেকে বল নিয়ে উঠে আসেন উশম। তাঁর লেখা পাস থেকে গোল করে যান আরবাস। প্রথমার্ধের এই গোল আরও চাপে ফেলে দেয় নেপালকে। গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে তারা। তবে ভারতও আক্রমণাত্মক মেজাজ থেকে সরে আসেনি। ফ্রি-কিক থেকে নেওয়া আরবাসের শট নেপালের ক্রসবারে লেগে ফিরে আসে। ৮২ মিনিটে ডান দিক থেকে ববি সিংহের নেওয়া শট কর্ণার থেকে শট নেন ঋষি সিংহ। কিন্তু বল ক্রসবারে লাগে। ম্যাচের সংযুক্ত সময়ে ভারতকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচান ইয়াইফারেম্বা চিংখাম।
