বাংলার ফুটবলমহলে নেমে এল শোকের আবহ। চলে গেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমানী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। বুধবার সকালে নিজের বাসভবনেই তিনি প্রয়াত হন। কলকাতা ময়দানের অন্যতম সফল ফুটবল কর্তা হিসাবে পরিচিত ছিলেন উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের ‘শ্রীমানীদা’। ইস্টবেঙ্গলের প্রবাদপ্রতিম কর্তা জ্যোতিষ গুহর স্নেহধন্য ছিলেন তিনি। ১৯৭২-১৯৭৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব ছিলেন। সেই সময়ে ইস্টবেঙ্গল দারুণ সাফল্য পায়। সেই সময়কেই বলা হত ইস্টবেঙ্গলের স্বর্ণযুগ।
উল্লেখ্য, ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত টানা পাঁচ বার কলকাতা লিগ জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। পরবর্তী কালে ১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ফেরানো হয় ইস্টবেঙ্গলে। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে দীর্ঘ কয়েক দশক ধরেই লাল হলুদের সঙ্গে দূরত্ব বজায় রেখে ছিলেন তিনি। ময়দানি ফুটবল থেকে দূরেই থেকেছেন। কিন্তু তাঁর প্রিয় ইস্টবেঙ্গল ক্লাব তথা কলকাতা ময়দান তাঁকে মনে রাখবে আজীবন। এদিন অজয়বাবুর মৃত্যুর খবর আসার পর শোকপ্রকাশও করা হয়েছে ক্লাবের তরফেও।