আচমকাই চাঞ্চল্য ছড়াল গুরুগ্রামে। মঙ্গলবার রাস্তা ছাড়ার জন্য হর্ন দেওয়ায় শুরু হয় বচসা। তারপর তা গড়ায় হাতাহাতিতে। এক যুবককে মারধর করে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ মঙ্গলবার জানিয়েছে, এখানে ওয়াজিরাবাদ গ্রামের ঘটনায় ওই যুবককে পিতা-পুত্র মারধর করেছে এবং কেরোসিন ঢেলে দিয়েছে । ঘটনাটি রবিবার রাত ১০ টার দিকে ঘটেছিল। যখন ওই যুবক ইন্দ্রজিৎ যাদব একটি স্কুটারে ছিলেন। একটি গাড়ির চালককে তার গাড়ি সরানোর জন্য এবং তাকে পথ দেওয়ার জন্য হর্ন দিয়েছিলেন। সেসময় ঘটে ওই ঘটনা।
ইন্দ্রজিৎ যাদবের দায়ের করা অভিযোগ অনুসারে, তিনি তার স্কুটারে বাড়ি যাচ্ছিলেন। যখন তিনি পবন কুমারকে তার বাড়ির কাছে গাড়ি নিয়ে রাস্তা আটকাতে দেখেন। যাদব তাকে একটি হর্ন দিলে রেগে যান পবন। এরপর পবন তার গাড়িটি উল্টো করে যাদবের স্কুটারে ধাক্কা দেন। পবনের বাবাও বেরিয়ে আসেন এবং দুজনেই লাঠি দিয়ে মারধর করে যাদবকে। পবনের বাবা আঙুলও কামড়ে দেয় তার। এরপর পবনের ছেলে নবীন তার বাড়ি থেকে কেরোসিন এনে যাদবের গায়ে ঢেলে দেয় এবং জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। কিছু লোক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগের পর, সোমবার আইপিসির ৩২৩ (আঘাত ঘটানো), ৩২৫ (স্বেচ্ছায় গুরুতর আঘাত করা) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় তিন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে, এমনই জানিয়েছেন তদন্তকারী অফিসার এএসআই যোগিন্দর।
