ফের মোদী সরকার তথা বিজেপিকে কড়া ভাষায় একহাত নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিনের। সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে তাঁর বক্তব্য স্পষ্ট করেছেন তিনি। বিজেপি নেতা-সহ অনেকেই তার বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন। এদিকে উদয়নিধি তার বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়েছেন। বৃহস্পতিবার তিনি বিজেপির নেতাদের বিরুদ্ধে তার বিবৃতি বিকৃত করার অভিযোগ সামনে এনেছেন। পাশাপাশি আইনগতভাবে সমস্ত মামলা মোকাবেলা করার হুঁশিয়ারিও দিয়েছেন উদয়নিধি।
পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র আক্রমণ করেছেন তিনি। উদয়নিধি বলেছেন। মণিপুর হিংসার নিয়ে প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয়ে তিনি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আরও বলেন, গত নয় বছরে তাঁর দেওয়া সব প্রতিশ্রুতিই ফাঁপা। মোদী অ্যান্ড কোম্পানি মণিপুর ও দেশের সমস্যা থেকে সাধারণের মনোযোগ সরানোর জন্য ‘সনাতন কৌশল’ ব্যবহার করছে বলেও একহাত নেন স্ট্যালিন-পুত্র।