সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে আগেই এফআইআর দায়ের হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গের বিরুদ্ধে। তবে এবার ওই মন্তব্যের বিরোধিতা করে আপত্তিকর টুইট করায় এফআইআর দায়ের হল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধেও। দুই গোষ্ঠীর মধ্যে সহিংসতা ও ঘৃণার উসকানি দেওয়ার অভিযোগে দায়ের হল এফআইআর।
গত ২ সেপ্টেম্বর একটি টুইটে মালব্য দাবি করেছিলেন, উদয়নিধির বক্তব্য আসলে দেশের আশি শতাংশ মানুষকে গণহত্যার ডাক। তিনি লেখেন, ‘তিনি (উধয়নিধি) মনে করেন যে এটি (সনাতন ধর্ম) নির্মূল করা উচিত। শুধুমাত্র বিরোধিতাই নয়, কার্যত ভারতের ৮০ শতাংশ মানুষকে গণহত্যার ডাক দিয়েছেন, যাঁরা সনাতন ধর্মাবলম্বী।’
এই মন্তব্যের জেরেই তামিলনাড়ুর ত্রিচির একটি থানায় এফআইআর দায়ের হয়েছে। মালব্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে উদয়নিধির দল ডিএমকে। সেখানে বলা হয়েছে, ‘উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে ওই বক্তব্যকে বিকৃত করেছেন অমিত মালব্য। ইচ্ছাকৃতভাবে দু’টি গোষ্ঠীর মধ্যে সহিংসতা ও ঘৃণা উসকে দিতেই মন্তব্য করেছেন তিনি। যা রাজ্যে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন করতে পারে।’