আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলনের আসর। আর ঠিক সেই সময়ই বিরোধী জোটের অন্যতম মুখ কংগ্রেস নেতা রাহুল গান্ধী থাকবেন বিদেশে। এক সূত্রের দাবি, ইউরোপ সফরে যাচ্ছেন তিনি। একাধিক কর্মসূচিতে বেশ কয়েকটি দেশ ঘুরে ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন শতাব্দী প্রাচীন দলের প্রাক্তন সভাপতি।
কোথায় কোথায় যাবেন রাহুল? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ৭ সেপ্টেম্বর হেগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন রাহুল। এরপর ফ্রান্সে গিয়ে পরদিন প্যারিসের এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দেবেন তিনি। ৯ সেপ্টেম্বর সেখানেই লেবার ইউনিয়ন অফ ফ্রান্সে বৈঠক করার কথা তাঁর। সেখান থেকে নরওয়ে যাবেন তিনি। ১০ সেপ্টেম্বর অসলোয় বক্তৃতা দেবেন রাহুল। পরদিনই দেশে ফিরবেন কংগ্রেস নেতা।
জি-২০ সম্মেলনের সময় রাহুলের বিদেশে যাওয়া নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। মনে করা হচ্ছে, যখন বিদেশি অভ্যাগতরা এদেশে থাকবেন, সেই সময়ই ইউরোপে গিয়ে ভাষণ দেওয়ার সময় মোদI সরকারকে তোপ দাগতে পারেন রাহুল। এর আগেও বিদেশ সফরে বিজেপি তথা এনডিএ সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা গিয়েছে তাঁকে।