মঙ্গলবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হল উপনির্বাচন। উৎসবের মেজাজেই ভোট দিলেন ধূপগুড়ির বাসিন্দারা। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.৩৫ শতাংশ। বেশ কয়েকটি বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া ভোট অবাধ ও শান্তিপূর্ণ বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। দু’মাসের ব্যবধানে ফের ভোট হল ধূপগুড়িতে।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে রাজনৈতিক উত্তাপ চড়ছিল। কিন্তু ভোট নির্বিঘ্নে সারতে আগেভাগেই প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছিল নির্বাচন কমিশন। ২৬০ টি ভোটগ্রহণ কেন্দ্র মুড়ে ফেলা হয় সিসিটিভি ক্যামেরায়। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া বন্যপ্রাণীর হানাদারি আটকাটে ১০০ শতাংশ সফল বনকর্মীরা। মঙ্গলবার ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে ধূপগুড়ি বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ১৮২ নম্বর বুথের তিনটি ইভিএম খারাপ থাকার কারণে প্রায় ১ ঘণ্টা পর নতুন করে ইভিএম মেশিন এনে ভোটগ্রহণ শুরু হয় আবার।