পদ্মশিবির ত্যাগ করলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি চন্দ্র বসু। বিজেপির প্রাথমিক সদস্যপদ ছাড়লেন তিনি। ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৬ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে দলত্যাগের কথা জানান তিনি।
প্রসঙ্গত, সেই চিঠিতে চন্দ্র বোস জানিয়েছেন, সুভাষচন্দ্র, শরৎচন্দ্রের মতো জাতীয়তাবাদী নেতাদের দৃষ্টিভঙ্গি প্রচারের প্রতিশ্রুতি পূরণ করেনি দল। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার তিনি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়ার সময় তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শরৎচন্দ্র বসুর অন্তর্ভুক্তিমূলক আদর্শ প্রচার করতে দেওয়া হবে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি একেবারেই।