এবার পুরুলিয়া জেলার রঘুনাথপুরে শ্রী সিমেন্টের নতুন কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভার্চুয়াল মাধ্যমে এই কারখানার উদ্বোধন করেন তিনি। এখানে প্রায় ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কারখানায় ১২৫০ জনেরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে যে সকল পরিযায়ী শ্রমিকদের পেটের দায়ের ভিনরাজ্যে কাজ করতে যেতে হয় তাঁরা এবার পুরুলিয়াতেই কর্মসংস্থানের সুযোগ পাবেন। জঙ্গলসুন্দরী কর্মনগরীতে এই বিরাট কারখানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৭৫০ কোটি টাকা লগ্নি হয়েছে রঘুনাথপুরে। সেখানে বড় শিল্প করিডর তৈরি করেছি। নাম দেওয়া হয়েছে জঙ্গলসুন্দরী। ৭২ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। শ্রী সিমেন্টের চেয়ারম্যান এইচএম বাঙ্গুর জানিয়েছেন, রাজ্যে আরও একটি এই ধরনের কারখানা তৈরির পরিকল্পনা তাঁদের রয়েছে। তবে সূত্রের খবর, জার্মান প্রযুক্তি ব্যবহার করে সেখানকার উন্নত ধরনের যন্ত্রপাতি বসানো হয়েছে। এর জেরে এই কারখানা থেকে দূষণ ছড়ানোর সম্ভাবনা বহুলাংশের কম। মূলত ঝাড়খণ্ড ও বাংলার সিমেন্টের বাজার ধরতে চাইছে এই শিল্প প্রতিষ্ঠান।