দলীয় বৈঠকে বিরোধীদের ইন্ডিয়া জোটকে কখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো কখনও জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিজেপির এক সাংসদ সংবিধান সংশোধন করে দেশের নাম বদলের দাবি তুললেন।
উত্তর প্রদেশের বাসিন্দা প্রবীণ বিজেপি নেতা তথা পদ্ম শিবিরের রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদবের বক্তব্য, এক দেশের দুটি নাম কেন থাকবে? কেন বিদেশি শব্দ দেশের নামের সঙ্গে বয়ে বেড়াব আমরা। দেশের নাম হোক শুধুই ভারত।
প্রসঙ্গত, গেরুয়া শিবিরের এমন দাবি নতুন নয়। সংবিধান সংশোধন করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পাশাপাশি ইন্ডিয়া শব্দটি মুছে ফেলার দাবি অনেক আগে থেকেই করে আসছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। বিজেপি সাংসদের এখন সেই দাবিতে সরব হওয়ার পিছনে বিরোধী জোটের ইন্ডিয়া নামই অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির অনেকেই এই জোটের ব্যাপারে ইন্ডিয়া শব্দটি উচ্চারণ না করে আই.এন.ডি.আই.এ উল্লেখ করছেন।
সংবিধানের প্রথমভাগের শুরুতেই নাম এবং দেশের সীমানার উল্লেখ রয়েছে। দেশের নাম ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’বলে উল্লেখ করা হয়েছে সেখানে। ফলে সরকারিভাবেই দেশের দুটি নাম সংবিধান প্রণেতারা গ্রহণ করেছিলেন। বিজেপি সাংসদের বক্তব্য, ব্রিটিশরা ভারতীয়দের খাটো চোখে দেখত। সেই জন্য ইন্ডিয়া শব্দটি ব্যবহার করত ভারতীয়দের সম্পর্কে। এটা আসলে ব্রিটিশদের গালাগাল। ভারতীয়দের ব্রিটিশরা মনে করত অশিক্ষিত, মূর্খ।
তাঁর বক্তব্য, শব্দটি দাসত্বের প্রতীক। অন্যদিকে, ভারত শব্দটি সংস্কৃতির ধারক বাহক। সংবিধান সংশোধন করে ইন্ডিয়া শব্দটি দেশের নাম থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন এই বিজেপি সাংসদ।