বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নাম নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো নিমন্ত্রণপত্রে পরিচয় হিসাবে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ জোটভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠক। ৯ তারিখ রাষ্ট্রপতি মুর্মু বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সমস্ত মুখ্যমন্ত্রীকে নৈশভোজে নিমন্ত্রণ করেছেন। নিমন্ত্রণপত্র গিয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’-এর তরফে।
ওয়াকিবহাল মহলের মতে, এই প্রথম কোনও সরকারি চিঠিতে প্রেসিডেন্ট অফ ভারত কথাটি লেখা হল। কৌতূহল তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এরপর নিজেকে প্রাইম মিনিস্টার অফ ভারত বলে পরিচয় দেবেন? সরকার কি দেশের নাম হিসাবে ‘ইন্ডিয়া’ শব্দটির ব্যবহার আর চাইছে না?
দু’দিন আগেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত দাবি তোলেন, দেশে সরকারি কাজে ইন্ডিয়া শব্দটির প্রয়োগ বন্ধ হওয়া দরকার। আস্তে আস্তে সকলেরই শুধু ভারত শব্দটি ব্যবহার করা উচিৎ। তাঁর সমর্থনে মুখ খুলতে গিয়ে এক কদম এগিয়ে কথা বলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব। তাঁর বক্তব্য, সংবিধান সংশোধন করে ইন্ডিয়া নামটি বাদ দেওয়া দরকার। কারণ ইন্ডিয়া আসলে ব্রিটিশদের ভারতীয়দের উদ্দেশে দেওয়া গালাগাল। অন্যদিকে, ভারত শব্দটির মধ্যে দেশের সংস্কৃতিকে ধরা আছে।