উত্তরপ্রদেশের বরেলি শহর থেকে একটি বেদনাদায়ক ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে বসবাসকারী এক মুসলিম যুবকের কপালে জোর করে ভগবানের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্র গরম করে ওই যুবকের কপালে লেখা হয় ‘জয় শ্রী ভোলেনাথ”। জানা যাচ্ছে যে, আক্রান্ত যুবক মানসিকভাবে দুর্বল।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত যুবকের নাম দানিশ। দানিশ বরেলির প্রেম নগর থানার শাহাবাদ এলাকার বাসিন্দা। রিপোর্টে বলা হয়েছে, ওই এলাকার শাদাব নামের এক মুসলিম ব্যক্তি অস্ত্র গরম করে দানিশের কপালে ভগবানের নাম লিখে দেয়। নৃশংসভাবে নির্যাতন করে তাঁর কপালে লেখা হয় ‘জয় শ্রী ভোলেনাথ’।
পুলিশ অভিযুক্ত শাদাবকে হেফাজতে নিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, উভয় পরিবার পরে সমঝোতায় পৌঁছেছে। এরপর আক্রান্ত পরিবারও তাদের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রেম নগর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের পরিবারের সঙ্গে আক্রান্তের পরিবার সমঝোতায় পৌঁছেছে। এ কারণে এ বিষয়ে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না।