বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। আর তাই সিবিআইয়ের আপত্তি উড়িয়ে এবার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর তৃণমূল মুখপাত্রকে স্পেনে যাওয়ার জন্য অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন তিনি।
প্রসঙ্গত, সেপ্টেম্বরে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই সফরে সামিল হতে চেয়ে আদালতের অনুমতি চেয়েছিলেন কুণাল। সারদা মামলায় তিনি এখন জামিনে রয়েছেন। তাঁর পাসপোর্ট জমা রয়েছে। যে কারণে বিদেশ সফরের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কুণাল। পাঁচ লক্ষ টাকার বন্ডে তৃণমূলের মুখপাত্রের বিদেশ সফর মঞ্জুর করেন বিচারপতি। ২৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরে পাসপোর্ট জমা দিতে হবে কুণালকে।
উল্লেখ্য, কুণালের বিদেশ সফরে আপত্তি জানিয়েছিল সিবিআই। তবে আদালতের বক্তব্য, কুণাল বিদেশে গেলে তদন্ত কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হবে তার সপক্ষে সিবিআই কোন তথ্য পেশ করতে পারেনি। এর আগেও কুণাল সিঙ্গাপুরে গিয়েছেন, এবং আইন মোতাবেক ফেরত এসেছেন। তাঁর বিরুদ্ধে আইন ভঙ্গের কোনও অভিযোগ ওঠেনি। বিচারপতির কথায়, ‘কুণাল ঘোষ একজন অভিযুক্ত, কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হিয়নি। তাই তাঁর বিদেশ যাত্রা আটকানো যায় না। বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে।’