আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য এক দিনের বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই। ১৫ জনের দলে তেমন কোনও পরিবর্তন আসেনি। এশিয়া কাপের ১৭ জনের দল থেকে দু’জনকে বাদ দেওয়া হয়েছে। জায়গা হয়নি রিজার্ভ সদস্য হিসাবে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়া সঞ্জু স্যামসনেরও। ভারত-পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। গত শনিবার মধ্যরাতের আলোচনায় যে ১৫ জনের নাম চূড়ান্ত হয়েছিল, তাঁরাই জায়গা পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, ৫ই সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো দল ঘোষণা করল ভারত। ঘোষিত ১৫ জনের দলে অবশ্য প্রয়োজনে পরিবর্তন করা যাবে। ২৮শে সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপের চূড়ান্ত দল।
প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় নির্বাচকদের বৈঠকে বিভিন্ন ক্রিকেটারের নাম নিয়ে আলোচনা হলেও কোচ-অধিনায়কের পছন্দের ১৫ জনকেই বেছে নিয়েছেন তাঁরা। বেশি আলোচনা হয়েছে তিনটি নাম নিয়ে। তাঁরা হলেন লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহাল। রাহুল এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। এশিয়া কাপের দলে থাকলেও মাঠে নামেননি তিনি। রাহুল কবে ম্যাচ খেলতে পারবেন, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস বিশেষজ্ঞেরা রাহুলকে নিয়ে এখনও সন্তুষ্ট নন। ম্যাচ খেলার মতো জায়গায় আসতে তাঁর আরও কিছু দিন লাগবে। মনে করা হচ্ছে, বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যাবেন। রাহুলকে দলে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে। অশ্বিন এবং চহালের মধ্যে এক জনকে বিশ্বকাপের দলে রাখা নিয়ে আলোচনা হয় দীর্ঘক্ষণ। যদিও শেষ পর্যন্ত একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ১৫ জনের দলে রয়েছেন পাঁচ জন ব্যাটার, দু’জন উইকেটরক্ষক-ব্যাটার, চারজন অলরাউন্ডার, তিনজন ফাস্ট বোলার এবং একজন স্পিনার। ব্যাটার হিসাবে রোহিত শর্মা ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব। দুই উইকেটরক্ষক-ব্যাটার রাহুল এবং ঈশান কিষাণ। চার জন অলরাউন্ডার হলেন হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শার্দূল ঠাকুর। তিনজন ফাস্ট বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণ বাদ পড়েছেন দল থেকে।
একনজরে দেখে নেওয়া যাক ভারতের ১৫ সদস্যের দল :
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।