দেশবাসীর “আচ্ছে দিন” আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আদপে “আচ্ছে দিন” এসেছে বিজেপিরই। ক্রমশই তাদের পার্টি ফান্ডের ‘বিকাশ’ হচ্ছে। ২০২১-২২ আর্থিক বছরে দেশের আটটি জাতীয় রাজনৈতিক দলের সম্মিলিত সম্পদ বেড়ে হয়েছে ৮,৮৯৮ কোটি টাকা। এর মধ্যে সবার ওপরে রয়েছে কেন্দ্রের শাসক দলই। ২০২১-২২ আর্থিক বছরে তাদের মোট সম্পদ বেড়ে হয়েছে ৬,০৪৬.৮১ কোটি টাকা। সোমবার অ-সরকারি সংস্থা দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। দেখা যাচ্ছে দেশের আটটি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে একমাত্র বহুজন সমাজ পার্টির (বসপা) সম্পদ কমেছে।
এডিআরের রিপোর্ট অনুসারে, ২০২০-২১ অর্থবছরে আটটি জাতীয় দলের ঘোষিত মোট সম্পদের পরিমাণ ছিল ৭,২৯৭.৬১ কোটি টাকা, যা ২০২১-২২ অর্থবছরে বেড়ে ৮,৮২৯.১৫ কোটি টাকা হয়েছে। ২০২০-২১ আর্থিক বছরে বিজেপির ঘোষিত সম্পদ ছিল ৪,৯৯০.১৯ কোটি টাকা, যা ২০২১-২২ অর্থবছরে ২১.১৭ শতাংশ বেড়ে হয়েছে ৬,০৪৬.৮১ কোটি টাকা। অন্যদিকে, ২০২০-২১ আর্থিক বছরে দেশের সর্বপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের ঘোষিত সম্পদ ছিল ৬৯১.১১ কোটি টাকা, যা ২০২১-২২ আর্থিক বছরে ১৬.৫৮ শতাংশ বেড়ে হয়েছে ৮০৫.৬৮ কোটি টাকা। এছাড়াও, শরদ পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সম্পদও ২০২১-২২ অর্থবছরে ৩০.৯৩ কোটি টাকার তুলনায় বেড়ে ৭৪.৫৪ কোটি টাকা হয়েছে। ২০২১-’২২-এ তৃণমূলের মোট সম্পদ ৪৫৮ কোটি টাকা।