গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হস্টেলের তিনতলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। সেই ঘটনার নেপথ্যে র্যাগিং রয়েছে বলে ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি মামলাও দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানাল, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল ছাড়তে হবে। যা নিশ্চিত করবে কর্তৃপক্ষ।
গত ৯ অগস্ট মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপের। সেই ঘটনায় উঠেছিল র্যাগিংয়ের অভিযোগ। সেইসঙ্গে নাম জড়িয়েছিল বেশ কয়েকজন প্রাক্তন পড়ুয়ার। প্রশ্ন উঠেছিল, প্রাক্তনীরা কেন হস্টেলে থাকছেন। যদিও ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রাক্তন পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দেয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার পর তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে মামলার শুনানি ছিল। শুনানি শেষে আদালত জানায়, কর্তৃপক্ষ হস্টেলের প্রতিটি রুমে গিয়ে দেখতে হবে প্রাক্তনীরা আছেন কিনা, যদি থাকেন তবে খালি করতে বলতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই কাজ সম্পন্ন করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।