সুখবর দিলেন যশপ্রীত বুমরা। প্রথম সন্তানের বাবা হলেন ভারতীয় পেসার। সোমবার সকালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। ইনস্টাগ্রামে সুসংবাদ ভাগ করে নেন ক্রিকেটার। নবজাতকের নাম রেখেছেন অঙ্গদ। খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভেসে যান যশপ্রীত-সঞ্জনা। দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। রবিবারই জানা যায়, এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরছেন বুমরা। তখনই শোনা গিয়েছিল, প্রথমবার বাবা হতে চলেছেন ভারতীয় তারকা পেসার। আর সেই কারণেই মাঝে ক’টা দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে যাচ্ছেন তিনি।
তবে গোটা টুর্নামেন্টে বুমরা খেলবেন না, এমনটা নয়। ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করলেই দলের সঙ্গে আবার যোগ দেবেন তিনি, এমনই জানা গিয়েছে। প্রসঙ্গত, রবিবার দেশে ফিরে আসেন তারকা পেসার। সোমবার সকালেই সুখবর জানান তিনি। সদ্যোজাত পুত্রের হাত ধরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। “আমাদের ছোট্ট পরিবারটা ভরে উঠেছে। আজ সকালে আমাদের সন্তান অঙ্গদ জশপ্রীত বুমরাহ জন্ম নিয়েছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”, লেখেন বুমরা।