একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিষ্ণুপদ রায়। তবে গত জুলাইতে বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। অবশেষে ২৫ জুলাই প্রয়াত হন বিষ্ণুপদ। আগামিকাল, ৫ সেপ্টেম্বর সেই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগে শেষবেলার প্রচারে উত্তেজনা। রবিবার ধূপগুড়িতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বানারহাটের কাছে তাঁর কনভয় ঘিরে ‘চোর চোর চোরটা’ স্লোগান ওঠে। যার নেতৃত্বে ছিলেন আইএনটিটিসিইউ-এর জেলা সভাপতি রাজেশ লাকড়া।
প্রসঙ্গত, রবিবার ছিল ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারের শেষ দিন। বানারহাটের পাঁচটি চা বাগানে বিজেপি প্রার্থী তাপসী রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিতালি রায়-সহ একঝাঁক নেতানেত্রী। গতকাল গেন্দ্রাপাড়া চা বাগানে নির্বাচনী প্রচার শেষ করে ফেরার পথে বানারহাটে এলআরটি মোড়ের কাছে শুভেন্দুর কনভয় পৌঁছতেই ‘চোর চোর চোরটা/ শিশিরবাবুর ছেলেটা’ স্লোগান দিতে থাকে জলপাইগুড়ি জেলা তৃণমূলের আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকড়ার নেতৃত্বে দলীয় কর্মী, সমর্থকরা।
