মুখ খুললেন মমতা। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। জানিয়ে, দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্রের ‘সনাতন ধর্ম’ সংক্রান্ত মন্তব্যের সঙ্গে তিনি একমত নন। সোমবার মমতা বলেন, ‘‘আমি তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের মানুষকে সম্মান করি। স্ট্যালিনজিকেও শ্রদ্ধা করি। তবে তাঁকে বিনীত অনুরোধ করব, সব ধর্মের নিজস্ব ভাবাবেগ রয়েছে। আমরা সব সময়ই বলি, ভারত সব জাতি, ধর্ম, বর্ণের দেশ। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দেশ। বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের ঐতিহ্য।’’
পাশাপাশি, মমতার মন্তব্য, ‘‘আমি সনাতন ধর্মকে শ্রদ্ধা করি। ঋক বেদ, অথর্ব বেদের কথা জানি। উপাসনা, আরাধনা, বন্দনার কথা জানি। আমরা সনাতন ধর্মের পুরোহিতদের ভাতাও চালু করেছি। আমরা মন্দির, মসজিদ, গির্জা সর্বত্রই যাই। আমাদের এমন কোনও কথা বলা উচিত নয়, যাতে সমাজের কোনও একটি অংশের ভাবাবেগে আঘাত লাগতে পারে।’’ উদয়নিধির বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সোমবার মমতা সংবাদ সংস্থা পিটিআইয়ের মুখোমুখি হন তিনি। বলেন, ‘‘হয়ত ওঁর কম বয়স বলে এমন বলে ফেলেছেন। আমি ঠিক জানি না কেন এমন বলেছেন। আমার দিক থেকে আমি বলতে পারি, ওঁদের সমস্ত ধর্মকে সম্মান করা উচিত।’’ বাংলায় দুর্গাপুজো, দাক্ষিণাত্যে বালাজি, মহারাষ্ট্রের সিদ্ধিদাতা গণেশ সম্পর্কে যে ভাবাবেগ রয়েছে, সে কথাও স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী।