আগামীকাল, শিক্ষক দিবস উপলক্ষে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা করেছে রাজ্য শিক্ষা দফতর। এবছরও শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এ বার শিক্ষারত্ন পাবেন মোট ৫২ জন শিক্ষক। এর মধ্যে রয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন অধ্যাপক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ২৫ জন ও প্রাথমিক বিদ্যালয়গুলির ১৫ জন। সঙ্গে সেরা বিদ্যালয় পুরস্কার দেওয়া হবে রাজ্যের ১৩টি বিদ্যালয়কে।
উল্লেখ্য, পাঁচ জন শিক্ষককে সরাসরি শিক্ষারত্ন পুরস্কার তুলে দেবেন মমতা। বাকিরা পুরস্কার পাবেন জেলায় জেলায় আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানেই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বিভিন্ন জেলার শিক্ষা আধিকারিকদের কাছে এই বিষয়ে একটি নির্দেশিকাও পৌঁছে গিয়েছে। যেখানে বলা হয়েছে, শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হবে ওইদিন দুপুর ১টায়। এই অনুষ্ঠানে ভার্চুয়াল উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে জেলা স্তরের শিক্ষা আধিকারিকদেরও।