আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত টু শব্দ করেনি তারা। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল সম্ভবত পেশ করা হবে এবারের অধিবেশনে। এরই মধ্যে জানা গেল, কেন্দ্রের ডাকা সংসদের বিশেষ অধিবেশনে থাকছে না কোনও কোশ্চেন আওয়ার! অর্থাৎ সাংসদরা সরকারকে মৌখিক আকারে কোনওরকম প্রশ্ন করার সুযোগ পাবেন না। কোনও প্রশ্ন থাকলেও সেটা করতে হবে লিখিত আকারে।
এর আগে করোনা পরবর্তী সময়ে যখন লোকসভার অধিবেশন শুরু হল তখন কোশ্চেন আওয়ার বাতিল করা হয়েছিল। তবে শুধু কোশ্চেন আওয়ার নয়, কেন্দ্রের ডাকা বিশেষ অধিবেশনে জিরো আওয়ারও রাখা হয়নি। অর্থাৎ সমসাময়িক কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে, সেই সুযোগও পাবেন না বিরোধীরা। এমনকী সদস্যদের প্রাইভেট মেম্বার বিল পেশ করারও অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ সরকার ওই বিশেষ অধিবেশনে কোনওরকম ‘বাধাবিগ্ন’ চাইছে না। আর তাতে জল্পনা আরও বাড়ছে।