সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছে। কোথাও নির্মাণকার্য করতে গিয়ে প্রাণ গিয়েছে বহু শ্রমিকের। কোথাও আবার পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে। আর তাই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে আবারও উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ক্রেডাইয়ের রাজ্য সম্মেলনে তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে। রাজ্যেই তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দ্রুত এই সদার্থক পদক্ষেপ করতে আবাসন শিল্পের ‘মাথা’দের কাছে আর্জি জানান মমতা।
প্রসঙ্গত, আবাসন শিল্পের ‘অ্যাপেক্স বডি’ ক্রেডাইয়ের সম্মেলনে হাজির ছিলেন রিয়েল এস্টেট শিল্পের ‘মাথা’রা। তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর আর্জি, ‘শিল্পে বাংলার শ্রমিকদের ব্যবহার করুন। রাজ্যে ৪৪ লক্ষ দক্ষ শ্রমিক রয়েছে। ওরা প্রশিক্ষিত। দক্ষ। পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করে আপনাদের হাতে তুলে দেব। সেটা থেকে কাজে নিয়োগ করতে পারেন। আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়বে না।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘ওঁরা রাজ্যে ফিরলে রাজ্যের মানুষ খুশি হবে। ওদেরও বোঝানোর চেষ্টা করব এখানে এলে থাকা-খাওয়ার, যাতায়াতের খরচ কমবে।’
