বারবার বাধ সাধছে বৃষ্টি। শ্রীলঙ্কার মাটিতে চলতি এশিয়া কাপে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এখন শোনা যাচ্ছে, কলম্বোতেও চলছে অনবরত বর্ষণ। তাই সেখান থেকে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ সরিয়ে দেওয়া হতে পারে। ফলে কলম্বো থেকে সরে যেতে পারে এশিয়া কাপের সুপার ফোরের একাধিক ম্যাচ। শোনা যাচ্ছে সুপার ফোরের খেলাগুলি পাল্লেকেলে এবং ডাম্বুলাতে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এশিয়া কাপ হওয়ার কথা ছিল কেবল পাকিস্তানে। কিন্তু ভারতীয় দল বাবর আজমদের দেশে যেতে চায়নি। এর পরেই হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের কথা জানায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। শ্রীলঙ্কায় এশিয়া কাপের কিছু ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমন অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) এক হাত নিলেন নাজম শেঠি। সূত্র মারমত জানা গিয়েছে যে, এখনও ছয় দিন বাকি। তারপর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল পুরো ব্যাপারটা দেখছে। তবে অবস্থার উন্নতি না হলে পরিবর্তিত হতে পারে একাধিক ম্যাচের স্থান।