ধনধান্য স্টেডিয়ামে শিল্পোদ্যোগীদের অনুষ্ঠানে গিয়ে ফের মমতা বন্দ্যেপাধ্যায়ের মুখে ইডি-সিবিআইয়ের কথা৷ এবার তাঁর দাবি, তাঁর পরিবারকে ‘ডিসটার্ব’ করা হচ্ছে৷ ‘প্রতিহিংসা’ শেষ না হওয়া পর্যন্ত এই ‘কেস বন্ধ হবে না’বলেও মন্তব্য করেন মমতা৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক সময় অনেকে ডিসটার্ব করবেন। আমার পরিবারকেও সমস্যা করেছে। যদিও আমি কারোর থেকে এক কাপ চা খাইনি।’ এর পরেই মমতার প্রশ্ন, একটি জিনিস কিনলেও কি তা নিয়ে ‘ইডি-সিবিআই’ তদন্ত করবে? মুখ্যমন্ত্রীর কথায়, ‘এই কেস কখনও বন্ধ হবে না, যতক্ষণ না প্রতিহিংসা শেষ হবে। যখন আপনি কোনও জিনিস কিনবেন, সেটা কি ইডি-সিবিআই তদন্ত করবে?’
ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দা৷ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও তলব করা হয়েছে অভিষেককে।
সম্প্রতি নিয়োগ প্রাথমিকে শিক্ষক দুর্নীতি মামলার একটি বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সব তথ্য এবং নথি আদালতের সামনে পেশ করার আবেদন জানিয়েছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একটি ECIR দায়ের করেছে ইডি। একই ইসিআইআর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে। কীভাবে সম্ভব এটা! এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেকের আইনজীবী।