এজেন্সির ভয়ে ব্যবসায়ী যাতে বাংলায় বিনিয়োগ থেকে পিছিয়ে না যান সেজন্য তাঁদের বরাভয় দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য স্টেডিয়ামে ক্রেডাই বেঙ্গলের তরফে রিয়েল এস্টেট সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিভিন্ন শিল্পগোষ্ঠীর সামনে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার প্রসঙ্গটি টেনে আনেন।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি জানি আপনাদের উপর অনেক চাপ আছে। আপনাদের অনেককে এজেন্সি দিয়ে হেনস্থা করা হয়। আবারও হয়তো করা হবে। আমার পরিবারকেও হেনস্থা করা হচ্ছে। তা বলে কাজ বন্ধ করে দেব নাকি? তার মধ্যেও এগোতে হবে। আপনাদের ভয় পেলে চলবে না, সরকার সবরকম ভাবে আপনাদের পাশে আছে।
নির্মাণ সংস্থাগুলো কেন বাংলাকেই বেছে নেবে তার সপক্ষেও এদিন সওয়াল করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আপনাদের বাইরে থেকে দক্ষ শ্রমিক আনতে হবে না। এখানে ৪৪ লক্ষ দক্ষ শ্রমিক রয়েছেন। ওদের তালিকা আপনাদের দিয়ে দেব। প্রোজেক্টের কাজে স্থানীয় মানুষ যুক্ত হলে অনেক দিক থেকে সুবিধে হয়। সরকারের নিজস্ব ল্যান্ড ব্যাঙ্কও রয়েছে। ফলে জমিরও সমস্যা হবে না’।
মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের শ্রমিকদের একটা বড় অংশকে কাজের সন্ধানে বাইরে চলে যান। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এরা দারুন কাজ করে। তাই ওদেরকে অনেকে বাইরে নিয়ে চলে যায়। টাকার লোভ দেখায়। আমি চাই বাংলায় ওদের জন্য কাজের সুযোগ তৈরি হোক। আপনারা এখানে লজিস্টিক হাব, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার থেকে মেডিক্যাল কলেজ সবই করতে পারবেন’।