দু’বছর পর ধনিয়াখালির মহেশ্বরপুরের দলীয় কার্যালয়ের তালা খুলল বিজেপি। কার্যালয় খোলার পরেই তৃণমূলের পার্টি অফিসকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ধনিয়াখালিতে।
বিজেপি নেত্রীর উক্তিতে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। পোলবার দাদপুরের ব্লক সভাপতি সুভাষ চন্দ্র ঘড়া এই মন্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে দাবি করেছেন।
২০২১ সালে বিধানসভার ফল প্রকাশের পর ধনিয়াখালি বিধানসভার মহেশ্বরপুরে বিজেপির একটি দলীয় কার্যালয় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই পার্টি অফিস পুনরুদ্ধার করতে গেলে বার বার তাদের বাধা দিয়েছে তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। তারপর থেকেই গত দু’বছর ধরে বন্ধ ছিল সেই পার্টি অফিস।
২০১৯ সালের লোকসভার নির্বাচনের পরে বিজেপির ওই পার্টি অফিসে দলীয় কর্মীরা জড়ো হতেন। কিন্তু গত দু’বছরে গেরুয়াশিবিরের সেই পার্টি অফিস বন্ধ থাকায় কার্যালয়ের সামনে বাইক পার্কিংয়ের জায়গা হয়ে উঠেছিল। বিজেপির দাবি, তৃণমূলের নেতাকর্মীরা ইচ্ছে করেই এভাবে পার্টি অফিস খোলা নিয়ে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে।