মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যেই গলল বরফ। শুক্রবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। আর শনিবার খোদ মহানাগরিক ফিরহাদ হাকিমের ফোন পেয়ে তিনি স্পষ্ট জানালেন, ‘‘কোনও দ্বন্দ্ব নেই। ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।’’ প্রসঙ্গত, শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে জমা জল নিয়ে অভিযোগ আসে। যেখান থেকে এই অভিযোগ, তার কাছেই আগের দিন বিকেলে নিজের আত্মীয়ের মৃত্যুতে গিয়েছিলেন মেয়র। পৌঁছে জল থৈ থৈ দশা দেখেন তিনি। ‘‘জল জমা নিয়ে ভুল রিপোর্ট আসছে। আমাকেই গতকাল বলা হল, খিদিরপুরে কোথাও জল জমে নেই। এদিকে আমার ভাই কাল মারা গিয়েছে। মোমিনপুরে পিসির বাড়িতে গিয়ে দেখি সেখানেই জল থৈ থৈ। অবস্থা এমনই মৃতদেহ মাটিতে রাখা যাচ্ছে না’’, জানান ফিরহাদ।
এরপর মেয়র এও বলেন, ‘‘রোজ তারক সিং হোয়াটসঅ্যাপ করে বলছে কোত্থাও জল জমে নেই। খিদিরপুর গিয়ে আমি নিজে জলের মধ্যে দাঁড়িয়ে ।’’ ঘরে তখন পুর কমিশনার, একাধিক বিভাগের ডিজি-সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত। ভরা সভায় মেয়রের কথায় ক্ষুণ্ণ হন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে বলেন,” প্রয়োজনে পদত্যাগ করব।” শনিবারই মেয়র পারিষদকে ফোন করেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। তারপরেই উবে যায় তারকবাবুর অভিমান।