সাম্প্রতিক অতীতে নানান ঘটনার জেরে বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে ভারতীয় রেল। করমণ্ডল-দুর্ঘটনার বিভীষিকা এখনও তরতাজা দেশবাসীর স্মৃতিতে। তারপরেও দেশের বিভিন্ন জায়গায় ট্রেনযাত্রা চলাকালীন একাধিক বিপর্যয়ের কবলে পড়েছেন সাধারণ মানুষ। মাথাচাড়া দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। এবার ফের ঘটল তেমনই ঘটনা। বিপত্তির সূত্রপাত হল দূরপাল্লার ট্রেনে। শনিবার ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট এক্সপ্রেসের এসি কামরায় হঠাৎই উঁকি দিল আগুনের ফুলকির! বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রেহাই পেলেন যাত্রীরা। দ্রুত ট্রেনটিকে মালদায় দাঁড় করিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, বি-১ কোচে এই আগুনের ফুলকি দেখা দেয়। এদিকে ভয়বশত মালদা টাউন স্টেশনে ট্রেন থেকে যাত্রীরা দ্রুত নেমে পড়েন।
জানা গিয়েছে, ট্রেনটি সবেমাত্র মালদা টাউন স্টেশন ছেড়ে যাচ্ছিল। তখনই ট্রেনের কামরায় আগুনের ফুলকি দেখা যায়। এরপরই দ্রুত ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ট্রেনের কামরায় ঠিক কী সমস্যার সৃষ্টি হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে তা। কোথা থেকে এই আগুনের ফুলকি দেখা গিয়েছিল, কোথাও কারিগরি ত্রুটি ছিল কি না, দেখা হচ্ছে সেগুলিও। যাত্রীদের একাংশের মতে, ট্রেনটি যদি দ্রুত গতিতে ছুটত, তবে বড়সড় বিপদ ঘটতে পারত। ফলত প্রবলভাবে আতঙ্কগ্রস্থ যাত্রীরা। শেষ পর্যন্ত রেল কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় স্বাভাবিকভাবেই আরও একবার সংশয়ের মুখে পড়েছে মোদী সরকারের রেলমন্ত্রকের ভূমিকা।