বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করা হল উয়েফা বর্ষসেরা ফুটবলারদের নাম। পাশাপাশি আসন্ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বের ড্র-ও অনুষ্ঠিত হল। প্রথমবারের মতো পুরুষদের উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন আর্লিং ব্রট হালান্ড। মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে নরওয়ের তরুণ তারকার হাতে পুরস্কার তুলে দেয় উয়েফা। ‘গোলমেশিন’ উপাধি পাওয়া এই প্রতিভাবান স্ট্রাইকার দু-দিন আগে অর্জন করেছেন প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কারও। ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিয়ে বেশ কয়েকটি পুরস্কার জিতলেন হালান্ড। জার্মান ক্লাব ডর্টমুন্ড থেকে ৬০ মিলিয়ন ইউরোতে হালান্ডকে দলে এনেছিল ম্যান সিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২২-২৩ মরশুমে ৫২টি গোল করে ফেলেছেন তিনি। দলকে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ‘ট্রেবল’ শিরোপা জিতিয়েছেন। প্রিমিয়ার লিগে হালান্ডের শুরুটা দুর্দান্ত হয়েছিল। একের পর এক গোল করে লিগের দুই কিংবদন্তি অ্যালান শেয়ার এবং আন্দ্রে কোলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। ৩৬ গোল করে দলকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেন তিনি।
পাশাপাশি, আরও একটি একটি দারুণ রেকর্ড গড়েছেন হালান্ড। সবমিলিয়ে ৫২টি গোল করা প্রথম প্রিমিয়ার লিগ ফুটবলার হয়েছেন নরওয়ের স্ট্রাইকার। ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে গর মরশুমে রেকর্ড সংখ্যক গোল করেছেন তিনি। এই পুরস্কার পাওয়ার পর হালান্ড বলেন, “এটি জিততে পারা আমার জন্য সম্মানের। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দারুণ ব্যাপার এবং আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মরসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, কখনও ভাবিনি।” ৫৩টি ম্যাচ খেলে মোট ৫২টি গোল করেছেন হালান্ড। এক মরশুমে যা ইংলিশ প্রিমিয়ার লিগে যে কোনও ফুটবলারের করা সর্বাধিক গোল। অন্যদিকে, মহিলাদের মধ্যে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২৫ বছরের স্পেনীয় মিডফিল্ডার আইতানা বোনমাতি। গত মরশুমে বার্সেলোনার হয়ে উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। উল্লেখ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে স্পেনের বিশ্বকাপ জয়ে তাঁর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বোনমাতিকে সেই টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছিল। স্পেনের সতীর্থ ওলগা কারমোনা, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে বিজয়ী গোলদাতা এবং চেলসি ও অস্ট্রেলিয়ার স্ট্রাইকার স্যাম কেরকে পিছনে ফেলে উয়েফা বর্ষসেরা পুরস্কার জেতেন তিনি। “এটি এমন একটি মরশুম ছিল যা আমি কখনই ভুলব না”, জানিয়েছেন বোনমাতি।