বিরোধীদের নবগঠিত ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? এই প্রশ্ন ঘুরছে অনেকেরই মনে। এই বিরোধী দলগুলির মধ্যেও রয়েছে কিছুটা রেশারেশি। তবে এই প্রশ্নকে হাতিয়ার করেই বিরোধীদের মধ্যে ফাটল ধরাতে চাইছে বিজেপি। এই আবহে এই প্রশ্ন নিয়ে সতর্ক থাকতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল থেকে মুম্বইয়ে শুরু হয়েছে বিরোধীদের ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা রাখেন গতকালকের আলোচনায়। মমতার সাফ কথা, সময় বেশি নেই। তাই সময় নষ্ট না করে এখন থেকেই প্রচারে নেমে পড়া উচিত বিরোধীদের।
এর আগে কলকাতায় দলীয় সভাতেও মমতা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে লোকসভা নির্বাচন হয়ত আগিয়ে আনা হতে পারে। এদিকে এরই মাঝে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনের বিশেষ সংসদ অধিবেশনের ডাক দিয়েছে সরকার পক্ষ। যা নিয়ে জল্পনার অন্ত নেই। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, সম্ভবত ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর করতেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
এই পরিস্থিতিতে এখনই ময়দানে ঝাঁপানোর জন্য জোটসঙ্গীদের কাছে আর্জি রাখলেন মমতা। এদিকে মুম্বইয়ে জোটের দু’দিনের বৈঠকের আজ দ্বিতীয় দিন। আজ ইন্ডিয়া জোটের অফিশিয়াল লোগো প্রকাশ করা হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে কোন ফর্মুলায় লোকসভা ভোটে জোটের দলগুলি আসন ভাগাভাগি করে লড়াই করবে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।