বৃহস্পতিবার অনুষ্ঠিত হল আগামী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগিতার মূলপর্বের ড্র। মোট আটটি গ্রুপে ভাগ হয়ে গেল ৩২টি দল। গ্রুপ এ-তে রয়েছে বায়ার্ন মিউনিখ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারায়। গ্রুপ বি-তে রয়েছে সেভিয়া, আর্সেনাল, পিএসভি এবং লেন্স। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ রয়েছে গ্রুপ সি-তে। পাশাপাশি এই গ্রুপে রয়েছে নাপোলি, ব্রাগা এবং ইউনিয়ন বার্লিন। বেনফিকা, ইন্টার মিলান, সালজবার্গ এবং রিয়াল সোসিদাদ রয়েছে গ্রুপ ডি-তে।
গ্রুপ ই-তে রয়েছে ফেয়েনুর্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, লাজিয়ো এবং সেল্টিক। আর গ্রুপ এফ-কে এবারের সবচেয়ে কঠিন গ্রুপ বলে মনে করছেন ফুটবল-বিশেষজ্ঞরা। এই গ্রুপে রয়েছে পিএসজি, বরুসিয়া ডর্টমন্ড, নিউক্যাসেল এবং এসি মিলাম। গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি রয়েছে গ্রুপ জি-তে। এই গ্রুপের বাকি টিমগুলি লিপজিগ, ইয়ং বয়েজ এবং ক্রভেনা ভেজদা। গ্রুপ এইচ-এ রয়েছে বার্সেলোনা পোর্তো, শাখতার এবং অ্যান্টওয়ার্প।