চব্বিশের আগে বিরোধী ঐক্যে শান। ‘ইন্ডিয়া জিতেগা’, জোট বৈঠকের আগে রাহুল গান্ধীর ছবি ট্যুইট করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গেল কংগ্রেস ট্যুইটার হ্যান্ডেলেও!
নৈশভোজের আগে সৌজন্য সাক্ষাৎ করে ইন্ডিয়া জোটের শরিকরা। সূত্রের খবর, ‘সেই বৈঠকে মূলক আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়। কথা হয় যৌথ প্রচারের পরিকল্পনা ও লোগা নিয়েও। মমতা বলেন, ‘লোকসভা ভোটের আগে হাতে বেশি সময় নেই। এখনই ময়দানে নেমে পড়তে হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে। লোকসভা ভোটে এগিয়ে আনতে পারে কেন্দ্র’।
এর আগে, গতকাল বুধবারই মুম্বই পৌঁছন তৃণমূলনেত্রী। তারপর সোজা অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য়। কেন? বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অমিতাভ-জয়া। বিগ-বি-র হাতে রাখি বাঁধেন তৃণমূলনেত্রী। পরের গন্তব্য ছিল, উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতশ্রী’। সেখানে গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মু্খ্যমন্ত্রীকেও রাখি পরান মমতা।
ইন্ডিয়ার জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয়টি বেঙ্গালুরুতে। তৃতীয় বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। বৈঠকে জোটের লোগো, কো-অর্ডিনেশন কমিটি, নির্বাচন কমিটি-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। সূত্রের খবর তেমনই।