মুম্বইয়ের একটা পাঁচতারা হোটেল৷ সেই হোটেলেই দু’দিন ধরে বৈঠক হচ্ছে বিজেপি বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্সের৷ বৃহস্পতিবার সেই হোটেলের সামনে ফের ধরা দিয়েছিল পুরনো চেনা একটা দৃশ্য৷ বৈঠক শেষের পরে হাসতে হাসতে কথা বলতে বলতে একসঙ্গে বেরিয়ে আসছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়৷
এর আগেও একাধিক বার এই দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গবাসী৷ দিল্লি গেলে একসময় সোনিয়া গান্ধীর সঙ্গে অবশ্যই দেখা করতে যেতেন মমতা৷ মাঝখানে বিরোধী মঞ্চের নেতৃত্বের প্রশ্নে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে তিক্ততা আসে৷ যে টানাপড়েন এই কিছু দিন আগেও ছিল৷ তবে, রাহুল-অভিষেকের সাম্প্রতিক বৈঠক এবং সনিয়া-মমতার এই একসাথে বেরিয়ে আসা এবার অন্য বার্তাই দিচ্ছে৷
এই পরিস্থিতিতে ফের ফের সনিয়ার পাশে মমতা। শুক্রবার মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠক শুরুর আগে একতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের লড়াই চলবে। এনডিএ বিরোধিতায় আমাদের লড়াই শক্তিশালী। বৈঠকে লড়াই নিয়েই কথা হবে’।
মুম্বই বৈঠকে ঠারেঠোরে ফের একতার বার্তা দিচ্ছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। অন্তত মুম্বই বৈঠকের প্রতি মুহূর্তে ধরা পড়েছে সেইরকমই ছবি। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের যে পাঁচতারা হোটেলে বৈঠক হয়, সেখানে বৈঠক শেষের পরে দেখা যায় একসঙ্গে হাসতে হাসতে বেরিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধী। বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আগাগোড়া বসে ছিলেন রাহুল গান্ধী। তাঁর পাশে ছিলেন সীতারাম ইয়েচুরি।
সাম্প্রতিক সময়ে বাংলায় বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে পঞ্চায়েত ভোট কেন্দ্রিক ইস্যুতে যেভাবে অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা প্রদেশ কংগ্রেস তীব্র আক্রমণ চালিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবস নিয়ে নবান্নে ডাকা সর্বদলীয় বৈঠকেও যোগ দেয়নি প্রদেশ কংগ্রেস৷ সেখানে মমতা আর রাহুলের ছবি পারস্পরিক ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট নিয়ে আগ্রহ দানা বেঁধেছে। বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেও দীর্ঘ সময় কথা বলতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
অনেকেই মনে করছেন, মুম্বই বৈঠক থেকে সামনে আসতে পারে একটা সমন্বয় কমিটি। ঘোষণা হতে পারে প্রচার কমিটির। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার প্রচার কমিটিতে গুরুত্ব দেওয়া হতে পারে দ্বিতীয় প্রজন্ম বা যুবদের। সেক্ষেত্রে, গুরুত্ব পাবেন অভিষেক বন্দোপাধ্যায় ,তেজস্বী যাদব, আদিত্য ঠাকরে, রাঘব চাড্ডার মতো নেতারা।