অবশেষে চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠক শেষে প্রকাশিত হল বিরোধী জোটের প্রস্তাব। সেখানে স্থির হয়েছে দেশ জুড়ে মিছিল করার কথা। এছাড়াও স্থির হয়েছে প্রচারের থিম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আসন বণ্টন। ইন্ডিয়া জোটের এই বৈঠকে স্থির হয়েছে যে সমঝোতার মাধ্যমে ‘গিভ অ্যান্ড টেক’ নীতিতে আসন বণ্টনের পথে এগিয়ে যাওয়া হবে।
এদিন জোটের কো অর্ডিনেশন কমিটির সদস্যদেরও নাম ঘোষিত হয়। সেখানে জায়গা পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ছাড়াও ১৩ জন সদস্যের এই কমিটিতে রয়েছেন কেসি বেণুগোপাল , শরদ পওয়ার, এমকে স্ট্যালিন, সঞ্জয় রাউত, তেজস্বী যাদব, ললন সিম, রাঘব চাড্ডা, হেমন্ত সোরেন, যাদব আলি খান, ডি রাজা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিরা। জানা গিয়েছে, যে থিম নিয়ে এগোতে চলেছে এই জোট, তা হল ‘জুড়েগা ভারত, জিতেগা ভারত’। আর তার আওতায় দেশ জুড়ে হবে প্রচার।