ফের সুখবর এল চাকরিপ্রার্থীদের জন্য। এবার রাজ্য স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগের অধীনে ৪২ জন যোগ প্রশিক্ষক নিয়োগ করবে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরে। শুরু হয়েছে গিয়েছে আবেদন প্রক্রিয়া। স্বাস্থ্য দফতরের ‘আয়ুষ’ বিভাগের অধীনে নেওয়া হবে ‘চুক্তিভিত্তিক’ যোগা ইন্সট্রাক্টর বা যোগ প্রশিক্ষক। পশ্চিম মেদিনীপুরে ৪২ জন কে নেওয়া হবে, যাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ২১ জন মহিলা প্রশিক্ষক নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দফতর। পুরুষ প্রশিক্ষক- ২১ (অসংরক্ষিত ১০) মহিলা প্রশিক্ষক- ২১ (অসংরক্ষিত ১০)। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ই সেপ্টেম্বর মধ্যরাত অবধি।
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে www.paschimmedinipur.gov.in-এ এই বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে প্রার্থীদের। জেনারেল বা অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা এবং সংরক্ষিতদের ৫০ টাকা জমা করতে হবে অনলাইন মাধ্যমেই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেদিনীপুর সদরের আয়ুষ হাসপাতাল-সহ প্রতিটি ব্লকের আয়ুষ সেন্টারগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও, WBCYN (West Bengal Council of Yoga and Naturopathy) থেকে অন্তত ১ বছরের কোর্স করতে হবে। WBCYN থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রশিক্ষক হতে হবে। এছাড়াও, আবেদনকারীকে অবশ্যই বাংলার বাসিন্দা হতে হবে।
পাশাপাশি, প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় যথারীতি থাকবে। পুরুষ প্রশিক্ষকদের মাসে ৩২টি সেশন বা ক্লাস নিতে হবে। ক্লাস পিছু ২৫০ টাকা অর্থাৎ মাসিক ৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। মহিলা প্রশিক্ষকদের মাসে ২০ টি ক্লাস নিতে হবে। ক্লাস পিছু ২৫০ টাকা অর্থাৎ মাসিক ৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুক্তিভিত্তিক এই নিয়োগের ক্ষেত্রে কোনও রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তবে, শিক্ষাগত যোগ্যতা এবং ডেমোনস্ট্রেশন ও ইন্টারভিউ মিলিয়ে ৫০ নম্বর বরাদ্দ থাকছে। ৫০- এর মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই নিয়োগ করা হবে। মাধ্যমিকের নম্বরের উপর থাকছে ১৫, ১ বছরের যোগা সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সের (WBCYN এর) উপর থাকছে ১৫, ডেমোনস্ট্রেশনে ১০ নম্বর এবং ইন্টারভিউ-তে ১০ নম্বর বরাদ্দ থাকছে। আরও সবিস্তারে জানতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইট দেখতে হবে।