বাংলায় মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যকে আরও বেশি শিল্পবান্ধব করে তোলাই মূল লক্ষ্য তাঁর। রাজ্যে বিপুল বিনিয়োগ টেনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান তিনি। বাংলায় যে শিল্প ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে, তা বারবারই বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলায় বিদেশি লগ্নি টানতে স্পেন ও দুবাই যাচ্ছেন মমতা। মিলেছে কেন্দ্রে অনুমতি। আর এই সফরে বার্সেলোনায় তাঁর সঙ্গী খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১২ তারিখ সফর শুরু। প্রথমে স্পেনে উড়ে যাবেন মমতা। স্পেনের বণিক মহলের সঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক বৈঠক রয়েছে। ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে থাকবেন তিনি। ফেরার পথে দুবাই হয়ে আসবেন। মূলত রাজ্যে লগ্নি টানার লক্ষ্যেই এই বিদেশ সফর। দুই দেশের শিল্পপতিদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর। যা খবর, স্পেনের বার্সেলোনায় মমতার এই লক্ষ্যে শামিল হতে পারেন ‘মহারাজ’।
প্রসঙ্গত, বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন সৌরভ। তবে রাজনীতি নয়, বাংলায় শিল্প আসুক, চান সৌরভও। আর সেখান থেকেই মমতার সফরসঙ্গী হতে চলেছেন তিনি। উল্লেখ্য, প্রতিবছর সাড়ম্বরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হচ্ছে। তাতে দেশের সেরা শিল্পদ্যোগীরা আসছেন। রাজ্যে বিনিয়োগও হচ্ছে। এবার বিদেশ থেকেও বিনিয়োগ আনার লক্ষ্য নিয়েছেন মমতা। যাতে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গী সৌরভও। বিদেশি শিল্পপতীদের নজর কাড়তে তিনিও বড় ভূমিকা নেবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে ২০২১ সালে একবার মুখ্যমন্ত্রীর রোম সফরে বাগড়া দিয়েছিল মোদী সরকার। সে বছর নেপাল সফরের অনুমতি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। এবার মমতাকে দুবাই এবং স্পেন সফরের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রক এ বিষয়ে সবুজ সংকেত দেয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনে যাচ্ছেন কুণাল ঘোষও। বিদেশযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।