এবার ভারতের এক নম্বর দাবাড়ু হিসেবে উঠে এল নতুন নাম। টানা ৩৭ বছর পর স্থানচ্যুত হলেন বিশ্বনাথন আনন্দ। ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হিসাবে তাঁকে টপকে শীর্ষস্থান দখল করলেন ডি গুকেশ। ১৯৮৬-র জুলাই থেকে ভারতের এক নম্বর দাবাড়ু ছিলেন আনন্দ। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাঁকে টপকে গিয়েছেন গুকেশ। সম্প্রতি দাবা বিশ্বকাপে ম্যাগনাস কার্লসেনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যান তিনি। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল যে, আনন্দকে টপকে তিনি এক নম্বর হয়ে যাবেন। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে জানানো হল, তিন ধাপ এগিয়ে বিশ্বের আট নম্বরে উঠে এসেছেন গুকেশ।
উল্লেখ্য, প্রথম বার গুকেশ ফিডে র্যাঙ্কিংয়ে প্রথম দশে এলেন। আনন্দ এখন রয়েছেন ন’নম্বরে। বিশ্বকাপে রানার-আপ প্রজ্ঞানন্দেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ২৭২৭ র্যাঙ্কিং পয়েন্ট নিয়ে তিনি বিশ্বের ১৯ নম্বরে উঠে এসেছেন। ভারতীয়দের মধ্যে তিনি তৃতীয়। এই মুহূর্তে প্রথম ৩০-এর মধ্যে পাঁচ জন ভারতীয় দাবাড়ু রয়েছেন। গুকেশ, আনন্দ, প্রজ্ঞানন্দের পর বিদিত গুজরাতি (২৭ নম্বর) এবং অর্জুন এরিগাইসি (২৯ নম্বর) রয়েছেন। অভিজ্ঞ খেলোয়াড় পি হরিকৃষ্ণ রয়েছেন ৩১ নম্বরে। দাবা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আজারবাইজানের মিসরাতদিন ইসকান্দারভকে হারানোর পরেই গুকেশের প্রথম দশে আসা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। ফিডে জানিয়েছিল, তাঁর আনন্দকে টপকানোর সম্ভাবনা তীব্র। এবার হলও তেমনটাই।