আচমকাই অগ্নিকাণ্ড ঘটল উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগল একটি কারখানায়। স্থানীয় সূত্র জানাচ্ছে, একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি কারখানাতেও। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে দমকলের একাধিক ইঞ্জিন। শুক্রবার বিকেলে নিউ ব্যারাকপুরের বিলকান্দা ১ পঞ্চায়েতের বোদাই নারকেলবেড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত, একটি গেঞ্জির কারখানায় গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। ক্রমশ সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর কারখানার কর্মী এবং সাধারণ মানুষ নিজেরাই জল ঢেলে তা নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সে ভাবে আগুন নেভানো যায়নি। ক্রমশ তা ছড়িয়ে পড়তে থাকে আশপাশে। এরপর দমকল আসে। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের খবর এখনও পর্যন্ত নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও অজানা। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা জানার চেষ্টা করছে দমকল।