খাতায়কলমে তিনি এখনও বিজেপির সাংসদ। কিন্তু দিনদিন নিজের কাজেকর্মে বরুণ গান্ধী বুঝিয়ে দিচ্ছেন, বিজেপিতে আর মন নেই তাঁর। নিজের দলকে এর আগে একাধিকবার আক্রমণ করেছেন। এবার সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করলেন সেরাজ্যেরই পিলভিট কেন্দ্রের সাংসদ বরুণ।
সোমবার নিজের লোকসভা কেন্দ্রে সাধু-সন্তদের নিয়ে একটি সমাবেশ করেন বরুণ। সেখানে তাঁর সঙ্গে কথা বলার সময় এক আশ্রমের মোহন্তের মোবাইল ফোন বেজে ওঠে। বরুণের অনুগামীরা ওই মোহন্তকে ফোন বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু বরুণ সঙ্গে সঙ্গে বলে বসেন, ‘ওকে জোর করবেন না। বলা যায় না মহারাজ আবার কবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তখন আমাদের কী হবে’?
বিজেপি সাংসদের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সরাসরি যোগীর নাম না নিলেও এই ‘মহারাজের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া যে আসলে যোগীকেই খোঁচা দেওয়া সেটা দিনের আলোর মতোই পরিষ্কার। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার আগে যোগীও গোরক্ষপুর মঠের প্রধান মহারা ছিলেন। এমনকী মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেই পদে বহাল ছিলেন তিনি।
উল্লেখ্য, গত বছরখানেক ধরেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে দেখা গিয়েছে বরুণকে। বিজয় মালিয়া থেকে ঋষি আগরওয়াল, একপর এক দেশ ছেড়ে পালানো শিল্পপতিদের সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ঋণের বোঝায় দেশে আত্মহত্যার সংখ্যা বাড়ছে বলেও দাবি করেছিলেন।