অদ্ভুত নিষ্ঠুরতার সাক্ষী রইল বিজেপিশাসিত মধ্যপ্রদেশ। একটি অসুস্থ চিতাবাঘকে ঘিরে ধরে নিজস্বী তোলার হিড়িক দেখা গেল আমজনতার মধ্যে। কেউ কেউ পিঠে চড়ারও চেষ্টা করলেন! ঘটনাটি মধ্যপ্রদেশের দেওয়াস জেলার ইকলেরা গ্রামের। গ্রামবাসীদের চিতাবাঘটিকে ধরে বিরক্ত করার সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিওর জেরে সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইকলেরা গ্রামের কয়েক জন বাসিন্দা অসুস্থ চিতাবাঘটিকে কাছের জঙ্গলে ঘুরে বেড়াতে দেখেন। প্রথমে তাঁরা আতঙ্কিত হয়ে পড়লেও চিতাবাঘের আচরণ দেখে বুঝে যান যে, সে অসুস্থ। এর পরই চিতাবাঘটিকে ঘিরে গ্রামবাসীরা নির্যাতন চালান বলে উঠেছে অভিযোগ।
প্রসঙ্গত, সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে অসুস্থ চিতাবাঘটিকে ধরে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। তাঁদের মধ্যে কেউ কেউ আবার তার সামনে হুমড়়ি খেয়ে নিজস্বী তুলছেন। এক জনকে অসুস্থ প্রাণীটির পিঠে চড়ার চেষ্টা করতেও দেখা গিয়েছে সেই ভিডিওয়। গ্রামবাসীদের মধ্যে থেকেই কেউ পুরো বিষয়টি নিয়ে বন বিভাগকে খবর দেন। শীঘ্রই, উজ্জয়িনী থেকে একটি উদ্ধারকারী দল ইকলেরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোপাল নিয়ে যায়। উজ্জয়িনীর বন বিভাগের আধিকারিক সন্তোষ শুক্ল জানিয়েছেন, যে চিতাবাঘটিকে উদ্ধার করা হয়েছে, সেটির বয়স দু’বছর। বনরক্ষী জিতেন্দ্র চৌহান জানান, চিতাবাঘটি বিভ্রান্ত হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। তবে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে চিতাবাঘটি, এমনই জানিয়েছেন তিনি।
