২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকারের তরফে সংসদে জানানো হয়, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তি করা হচ্ছে। এর জেরে বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলাও হয় সুপ্রিম কোর্টে। বর্তমানে এই মামলারই শুনানি চলছে।
মঙ্গলবারই শীর্ষ আদালতের তরফে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছিল, জম্মু-কাশ্মীরকে কবে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে? এ দিন জম্মু-কাশ্মীরের বিভাজন নিয়ে প্রশ্ন তোলা হয়। কেন কেবলমাত্র জম্মু-কাশ্মীরকেই ভেঙে দুই টুকরো করা হল, তা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
এ দিন মামলার শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে কেন্দ্রীয় সরকারের হাতে রাজ্য বিভাজনের ক্ষমতা ন্যস্ত করার পর সেই ক্ষমতার অপব্যবহার করা হবে না, এটা কীভাবে নিশ্চিত করা যাবে? রাজ্য বিভাজনের আলোচনা থেকে এই প্রশ্নও উঠে আসে যে কেন রাজ্য বিভাজনের ইস্যুটি সংসদ মেটাতে পারল না।
৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জের মামলার শুনানিতে কেন্দ্রের তরফে বলা হয়, ‘জম্মু-কাশ্মীরের বিষয়টি অনন্য’। কেন্দ্রের তরফে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘যদি গুজরাত বা মধ্য প্রদেশের বিভাজন করা হয়, তবে সেক্ষেত্রে বিভাজনের মাপকাঠি ভিন্ন হবে’।