বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ নিয়ে তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। প্রত্যাশা মতোই ঝড়ের গতিতে বিক্রি হয়ে গেল এক দিনের বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের প্রথম দফার টিকিট। অনলাইনে বিক্রি শুরু হওয়ার পর প্রথম দফার সমস্ত টিকিট শেষ হয়ে গেল মাত্র এক ঘণ্টায়। আগামী ১৪ই অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হবেন রোহিত শর্মা এবং বাবর আজমেরা। মঙ্গলবার অনলাইনে প্রথম দফার টিকিট বিক্রি শুরু হয়। আইসিসি টিকিটিং সহযোগী সংস্থার ওয়েব সাইটে প্রি-সেল উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীরা টিকিট কেনার চেষ্টা শুরু করে দেন। এদিন সন্ধে ৬টায় প্রথম দফার টিকিট বিক্রি শুরু হয়। ঘড়িতে ৭টা বাজার আগেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
তবে, ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়নি। আগামী ৩রা সেপ্টেম্বর দ্বিতীয় দফার টিকিট বিক্রি হবে। সংশ্লিষ্ট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘‘আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাঁদের রয়েছে, শুধু তাঁরাই প্রথম দিন টিকিট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকিট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।’’ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, “ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। ৩রা সেপ্টেম্বরের জন্য প্রচুর টিকিট রয়েছে।” ভারতের সব ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনালের জন্য মাথা পিছু দু’টি করে টিকিট বরাদ্দ করেছে আইসিসি। বাকি সব ম্যাচের জন্য বরাদ্দ করা হয়েছে মাথাপিছু চারটি করে টিকিট। ওডিআই বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ই অক্টোবর থেকে।
