রাখিবন্ধনের উদযাপনে মেতে উঠেছে সারা দেশ। পিছিয়ে নেই বাংলাও। সকল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে এই আবহমান মিলন উৎসব। এদিন রাখি উৎসব উপলক্ষে টুইটারে সকলকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ, বুধবার একটি টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। “সারা দেশের ভাই ও বোনদের রাখির শুভেচ্ছা জানাই। আমাদের একতার মধ্যে যে শক্তি আছে এই দিনটি যেন আমাদের সেই শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। ভালবাসা এবং সুরক্ষার চেতনা আমাদের মধ্যে জাগ্রত হোক এবং হৃদয়ে আনন্দ এবং অভিন্নতা আসুক”, টুইটে লিখেছেন তিনি।
