গত ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসেছিল বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। সেখানেই ২৬ বিরোধী দলের এই নয়া জোটের নাম স্থির হয় ‘ইন্ডিয়া‘। আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে হবে জোটের তৃতীয় বৈঠক। সূত্রের খবর এই বৈঠকে জোটের লোগো এবং আসন ভাগাভাগির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।
আগামীকাল অর্থাৎ ৩১শে আগস্ট মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধ ও বৃহস্পতিবার দুদিনের এই বৈঠকে কংগ্রেস সহ ২৬টি দলের নেতারা অংশ নেবেন। এই বৈঠকে জোটের আহ্বায়কের নাম ও আসন ভাগাভাগির সূত্রে সিলমোহর দেওয়া হবে বলেই খবর। সেই সঙ্গে বৈঠকে লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরি করা হবে।