কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে ‘এক নম্বর দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করে সোমবার রাজস্থানের বিজেপি বিধায়ক কৈলাশ মেঘওয়াল বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবেন তাকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দিতে বলবেন।
ভিলওয়ারার শাহপুরা বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মেঘওয়াল (৮৯) বলেন, ‘এই অর্জুন মেঘওয়াল এক নম্বর দুর্নীতিবাজ। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে যা আজও চলছে। আমি (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদীকে চিঠি দেব তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে। আমি তাঁকে চিঠি দিয়ে বলব, আপনি যাঁকে আইনমন্ত্রী করেছেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি যখন অফিসার ছিলেন তখন তিনি লক্ষ লক্ষ দুর্নীতি করেছিলেন এবং এমনকি গরিব ও তফসিলি জাতিকেও ছাড়েননি এবং সবার কাছ থেকে টাকা নিয়েছেন।
কৈলাশ মেঘওয়াল কেন্দ্রীয় মন্ত্রীকে দুর্নীতির মামলা থেকে বাঁচাতে রাজনীতিতে যোগ দেওয়ার অভিযোগ করেছেন। আমলা হিসেবে অর্জুন মেঘওয়ালের আগের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, “যখন তিনি কালেক্টর ছিলেন, তিনি লক্ষ লক্ষ দুর্নীতি করেছিলেন এবং এই মামলাগুলি আজও চলছে।”
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অর্জুন মেঘওয়ালজি এখানে রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলব, যতক্ষণ না তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলার নিষ্পত্তি না হয় ততক্ষণ তাঁকে মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক।
অর্জুন মেঘওয়াল বর্তমানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক, সংস্কৃতির পাশাপাশি আইন ও বিচার (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী। এই মাসের শুরুতে, রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে অর্জুন মেঘওয়ালকে ২৫ সদস্যের সংকল্প পাত্র বা ইস্তেহার কমিটির আহ্বায়ক করা হয়েছিল।