বুধ বিকেলে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দু’দিন আগে বাণিজ্য নগরীতে রাউন্ড টেবিল বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। বণিক সভা ফিকির সঙ্গে ওই রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করেছিল রাজ্য সরকার। মমতা যখন মুম্বইতে নয়া রাজনৈতিক সম্ভাবনার বীজ বপনে যাচ্ছেন, তখন অমিত অবশ্য গিয়েছিলেন বিনিয়োগকারীর সন্ধানে।
লোকসভা ভোটের আগে বাংলায় বড় করে বাণিজ্য সম্মেলন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাউন্ড টেবিল বৈঠক ছিল সেই বৃহৎ আয়োজনের প্রস্তুতিরই একটা অংশ। যেখানে মূলত বাংলায় দুটি শিল্প সম্ভাবনার ব্যাপারে প্রেজেন্টেশন দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা। এক, বস্ত্র শিল্প এবং দুই, গহনা ও রত্ন শিল্প।
মুম্বইয়ে বিনিয়োগকারীদের সঙ্গে ওই বৈঠকে অমিত মিত্র জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যে ১৫টি শিল্প তালুকের জন্য অনুমোদন দিয়েছেন। আরও ২০টি শিল্প তালুকের জন্য প্রস্তাব রয়েছে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য একটা অনন্য সুযোগ রয়েছে। তা হল, নিজের জমিতে শিল্প গড়ে তোলা। অর্থাৎ জমির মালিকানা তাঁরা পাবেন। সরকার অর্থকরী ও লজিস্টিক্স সাপোর্ট দেবে।
এই সব শিল্প তালুকের জন্য ১৫০২ একর জমি চিহ্নিত করে রেখেছে সরকার। এতে ৮৬২০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তাতে ১ লক্ষ ২০ হাজারের কিছু বেশি দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।