এবার ‘ডবল ইঞ্জিন’ চালিত আসামে ১০ বছর বয়সী এক বালকের ঝুলন্ত দেহ উদ্ধার হল বিজেপি সাংসদ রাজদীপ রায়ের শিলচরের বাড়ি থেকে! মৃত বালকের মা বিজেপি সাংসদের বাড়িতে থেকে পরিচারিকার কাজ করতেন। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে বালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাছার জেলার পালোং ঘাটের বাসিন্দা ওই পরিচারিকা। গত আড়াই বছর সাংসদের বাড়িতে থেকেই কাজ করছিলেন। মৃত বালক ছাড়াও তাঁর পাঁচ বছর বয়সি এক কন্যাও রয়েছে তাঁর। ছেলেমেয়েদের পড়াশোনার কথা ভেবেই শিলচরে কাজ নিয়ে চলে আসেন। এদিকে বিজেপি সাংসদের দাবি, বালকের বিষয়ে জানানো হলে তিনি বাড়িতে ছুটে আসেন। দ্রুত পরিচারিকার ছেলেকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
