রবিবারই আমেরিকা থেকে ডাক্তার দেখিয়ে শহরে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পর সোমবার ভোর থেকেই তাঁর সংস্থা তথা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ম্যারাথন তল্লাশিতে নেমে পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। যা নিয়ে ধারাবাহিক খবর প্রকাশিত হতে থাকে সংবাদ মাধ্যমে। এবার ছাত্র পরিষদের মঞ্চ থেকে এই মিডিয়া ট্রায়ালকে র্যাগিং বলে দাবি করলেন অভিষেক। তিনি বলেন, ‘আমি আমেরিকায় চিকিৎসা করাতে গিয়েছিলাম। কিন্তু সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি পালিয়ে গেছি। কিন্তু আমার পদবি মোদী নয়, চোক্সি নয়, মালিয়া নয় যে পালিয়ে যাব। আমার পদবি বন্দ্যোপাধ্যায়। চোখে চোখ রেখে মাথা উঁচু করে লড়াই করি।’
একইসঙ্গে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘আগামী দিনে ওদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। যাঁরা বলেছিলেন, অভিষেক কে ঢুকতে দেবে না, মনে আছে আমাকে বনগাঁয় আমাকে ঢুকতে দেয়নি। কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর আমাকে মন্দিরে ঢুকতে দেননি। নিজের বুথে হেরেছেন। চমকানো দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছেন। এখনকার সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটা দত্তক নিয়েছিলেন, সেই গ্রামে হেরেছেন। যাঁরা নিজের বুথে জিততে পারবে না, তাঁরা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন।’ ডায়মণ্ড হারবারের সাংসদের দাবি, তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমে ভুলভাল খবর ছাপা হচ্ছে। তাঁর কথায়, ‘আমি যেদিন এসেছি তার পর দিনই তল্লাশি করতে চলে গেছে ইডি। আমার অফিসে গিয়ে কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে চলে এসেছে। পর দিন ওরা ফিরে এসে বলতেই পারে এই ফাইলগুলো আমার কম্পিউটারেই ছিল। তার পর মিডিয়া ফের চিৎকার করতে শুরু করবে। এটা র্যাগিং নয়?’
