আজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ২৬ তম প্রতিষ্ঠা দিবসের জন্য কলকাতার মেয়ো রোডে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমার পদবি মোদী নয়, মালিয়া নয়, বন্দ্যোপাধ্যায়। পালানোর লোক নই’।
বিজেপির বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, ‘আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছি। সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি নাকি আর ফিরব না। দেখেছেন? দেখেছেন? আমার পদবি মোদী নয়, আমার চোকসি নয়, আমার পদবি মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা নীচু করি না। নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না’।
পঞ্চায়েত ভোটের আগে ‘নবজোয়ার যাত্রা’য় বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার যে প্রান্তেই ওই কর্মসূচির জন্য তিনি গিয়েছেন, সেখানেই দলের ছাত্র এবং যুব সংগঠনের কর্মীদের সহায়তা পেয়েছেন বলে সোমবার মেয়ো রোডের জনসভা থেকে জানালেন অভিষেক।
অভিষেকের কথায়, যাঁরা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেব না, (তাঁরা কোথায় গেলেন?) বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আমায় ঠাকুরবাড়িতে ঢুকতে দেননি। বলেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। চমকানো নেতা দিলীপ ঘোষ নিজে বুথ হেরে গিয়েছেন। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটি দত্তক নিয়েছেন, সেই গ্রামে হেরেছেন। আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো পুরসভা ভোটে নিজের বুথে হেরেছেন।