গত ২৩ অগস্ট সন্ধ্যায় চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে চন্দ্রযান-৩। এই সাফল্যের পেছেন রয়েছে ইসরোর বহু বিজ্ঞানীর অবদান। যার মধ্যে রয়েছেন বাংলার কৃতী সন্তানেরাও। এবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে চন্দ্রযান মিশনে যুক্ত থাকা বাংলার বিজ্ঞানীদের কলকাতায় সম্মান জ্ঞাপনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
সোমবার টিএমসিপি-র মঞ্চ থেকে চন্দ্রযান মিশনের জন্য ইসরোকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘ইসরোতে যা্রা কাজ করেছেন, তাঁদের মধ্যে বাংলার ২৮ জন রয়েছেন। আমি নিজে তাঁদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি। তাঁরা যদি সময় দেন, আমি রাজপথে তাঁদের নিয়ে এসে সম্মান দেব।’ উল্লেখ্য, চন্দ্রযান ল্যান্ডিংয়ের মুহূর্তেই স্ক্রিনে ভেসে উঠেছিলেন প্রধানমন্ত্রী। তা নিয়ে এদিন মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘ল্যান্ডিং লোকে দেখতে চেয়েছিল। দেখতে দিল না। সঙ্গে সঙ্গে একজনের মুখ ভেসে এল। ভাল করে দেখতেই দিল না। আমি দেখব বলে বসেছিলাম। সেই মুখটা ভেসে এল। আমি টিভি বন্ধ করে দিলাম।’
